জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps সম্পর্কে জানুন
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps সম্পর্কে জানার জন্য আমরা কমবেশি অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকি। কেননা বর্তমান সময়ে যেকোনো কাজের প্রয়োজনে আমাদেরকে জন্ম নিবন্ধন সার্টিফিকেট এর প্রয়োজন পড়ে। কিন্তু সেটি চেক করার জন্য আমাদেরকে পৌরসভাতে অথবা ইউনিয়ন কাউন্সিল এ গিয়ে যোগাযোগ করতে হয়। কেমন হয় যদি আমরা ঘরে বসেই জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps এর মাধ্যমে সকল ডাটা আমরা পেয়ে যাই।
চলুন তাহলে আজকে এই আর্টিকেলের মাধ্যমে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যায়। উক্ত বিষয়গুলো বাদে আরো যে সকল বিষয় সম্পর্কে জানতে চলেছেন সেগুলো হল জন্ম নিবন্ধন তথ্য যাচাই এবং জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি সম্পর্কে। সুতরাং মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps সম্পর্কে জানার জন্য অবশ্যই আর্টিকেলের শেষ পর্যন্ত থাকুন।
পোস্ট সূচিপত্র
জন্ম নিবন্ধন তথ্য যাচাই
আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে বর্তমান সময়ে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার প্রয়োজন পড়ে। আবার অনেক ক্ষেত্রে জন্ম নিবন্ধন এর সার্টিফিকেট ছাড়া আমরা পাসপোর্ট ইস্যু করা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সকল কাজ সম্পাদন করতে পারি না। এ কারণে জন্ম নিবন্ধন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে সকলের কাছেই পরিচিত। বিশেষ করে যাদের ১৮ বছর পূর্ণ হয় নাই তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সার্টিফিকেট বিশেষ গুরুত্ব বহন করে। এর কারণ তাদের কোন এনআইডি কার্ড থাকেনা।
আরোও পড়ুনঃ সর্বজনীন পেনশন সুবিধা আবেদন করার নিয়ম ২০২৪
যেকোনো বিশেষ কাজে জন্ম নিবন্ধন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। আর এ সকল কাজের জন্য অবশ্যই জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার প্রয়োজন পড়ে। অনেক সময় ভোটার আইডি কার্ড থাকলেও জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং অন্যান্য সুযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে জন্ম নিবন্ধন সনদ অথবা তথ্য যাচাইয়ের প্রয়োজন হয়। সাধারণত জন্ম নিবন্ধন দেশের নাগরিক কিনা সেটি প্রমাণ করার বিষয়টি উল্লেখ করে থাকে।
জন্ম নিবন্ধন তথ্যে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা সবকিছু ইনক্লুড করা হয়। জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার জন্য আমরা দুই রকম পদ্ধতি অবলম্বন করতে পারি। প্রথম পদ্ধতি হল আপনি যদি পৌরসভার বাসিন্দা হন সেক্ষেত্রে পৌরসভা অফিসে, যদি ইউনিয়ন এর বাসিন্দা হন তাহলে ইউনিয়ন কাউন্সিল এ গিয়ে যোগাযোগ করতে হবে। দ্বিতীয় পদ্ধতি হলো কোথাও না গিয়ে ঘরে বসেই জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps এর মাধ্যমে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে পারবেন।
যেহেতু অফলাইনে আপনি নিজে গিয়ে সেখানকার কর্মচারীর সাথে আলাপ করে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে পারবেন এটা অনেকটাই সহজ কাজ। চলুন আজকে আমরা শুধুমাত্র অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করা যাবে সে সম্পর্কে জেনে নিব।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
যেহেতু অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডিজিটাল যুগে পদার্পণ করেছে। ক্ষেত্রে আমাদের বিভিন্ন অফিসিয়াল কাজ এখন আর অফিসে উপস্থিত থেকে করতে হয় না। যদি আপনি অনলাইনের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে থাকেন তাহলে অনেক কাজই আপনি ঘরে বসে খুব সহজেই করতে পারবেন। এর পরিপ্রেক্ষিতে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার জন্য আমাদেরকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। চলুন তাহলে বিষয়গুলো পর্যায়ক্রমে জেনে নেওয়া যাক। অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইন যাচাই বিষয়টি জানার জন্য প্রত্যেকটি ধাপ ভালোভাবে অনুসরণ করার অনুরোধ রইলো।
প্রথম ধাপ (জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই)
জন্ম নিবন্ধন অনলাইন চেক করার জন্য জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps ব্যবহার করতে পারি অথবা প্রথমে আমাদেরকে একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে। সাধারণত এই ওয়েবসাইটে জন্ম নিবন্ধনের সকল তথ্য ইনপুট করা থাকে। ভিজিট করে প্রয়োজনীয় তথ্য লিখে সার্চ করলে খুব সহজে জন্ম সনদ যাচাই করা সম্ভব হবে। ওয়েবসাইটটির লিংক হল- https://bdris.gov.bd/br/application বন্ধুগণ আপনাদের সুবিধার্থে আমরা নিচে একটি স্ক্রিনশট প্রদান করলাম যেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন ওয়েবসাইটটিতে ঢোকার পর কি করতে হবে।
দ্বিতীয় ধাপ
এ পর্যায়ে এসে আমরা "Birth Registration Number" এবং "Date of Birth" দিয়ে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার চেষ্টা করব। স্ক্রিনশটে দেওয়া বক্সের ভিতরে রেজিস্ট্রেশন নম্বর, বার্থডে বসিয়ে, কাপচা পুরন করে "search" বাটনে ক্লিক করতে হবে। এর সাথে একটি অ্যানসার যুক্ত থাকতে পারে, সেটা যোগফল অথবা বিয়োগ ফলের ফলাফল বসিয়ে নিতে হবে।
তৃতীয় ধাপ
এই ধাপে এসে আপনার জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক অ্যাপস এর মতোই এই ওয়েবসাইটটিতেও জন্ম তারিখ উল্লেখ করতে হবে। জন্ম তারিখ লিখার ক্ষেত্রে (YYYY-MM-dd) এই ফর্মারটি ব্যবহার করতে হবে।
অবশ্যই তারিখ ইংরেজিতে লিখতে হবে। প্রথম ধাপের ছবিটি লক্ষ্য করলে সবকিছু বুঝতে পারবেন।
চতুর্থ ধাপ
এ পর্যায়ে এসে হিউমান ভেরিফিকেশন করার জন্য একটি ক্যাপচা পূরণ করতে হবে। আগে যেমন আমরা যোগফল এবং বিয়োগ ফলের একটি ক্যাপচা পূরণ করেছিলাম। ঠিক এখানেও সেরকমই একটি ক্যাপচা পূরণ করতে হবে অথবা যোগফল দেওয়া থাকবে (২৩+১২= ৩৫) সেটির ফলাফল নিচে লিখে "search" বাটনে ক্লিক করতে হবে।
পঞ্চম ধাপ
এটি হলো জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps এর নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধন অনলাইন যাচাই এর শেষ পর্যায়ে। এই পর্যায়ে এসে আপনার দেওয়া তথ্যগুলো যদি সঠিক হয় এবং আপনার জন্ম নিবন্ধন নম্বরটি অনলাইনে পূর্বে থেকে সংরক্ষিত থাকে তাহলে সকল তথ্য আপনি মুহূর্তেই পেয়ে যাবেন। যদি তথ্যের কোন ভুল থাকে অথবা সংরক্ষিত না থাকে সেক্ষেত্রে "result not found" দেখাবে।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
আমরা ইতিমধ্যে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই যদি সম্পর্কে অবগত হতে পেরেছি। উপরোক্ত তথ্যগুলো অর্থাৎ জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম সঠিকভাবে পালন করলে আপনি তথ্যগুলো খুব সহজে কম্পিউটার স্ক্রিনে পেয়ে যাবেন। প্রশ্ন আসতে পারে আপনি কিভাবে আপনার ডাটাটি সংরক্ষণ করবেন। যদিও আপনি জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে পাওয়ার পর ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় গিয়ে সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবেন।
কিন্তু সময়ের অভাব বা জরুরি প্রয়োজনে যদি আপনি চান নিজেও সেটি ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে যে ফাইল বা তথ্য আপনার সামনে আসবে সেটি পিডিএফ করে অনলাইন কপিটি সংগ্রহ করে নিতে হয়। পরবর্তীতে পিডিএফ ফাইল প্রিন্ট আউট করে ফটো কপি আপনার কাছে রাখতে পারবেন। প্রিন্ট আউট করার জন্য আপনার জন্ম সনদে যে ফাইল সামনে প্রদর্শিত হবে বা স্ক্রিনে দেখতে পাবেন।
এরপর Ctrl + P চাপলে এবং প্রিন্টার সংযুক্ত থাকলে অটোমেটিক প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। আপনার নিকট প্রিন্ট আউট না থাকে তাহলে জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps মাধ্যমে "print preference" থেকে "save to PDF" অপশনে ক্লিক করে সেটি ডেক্সটপে সেভ করে নিতে হবে।
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই
যাদের বাসা বাড়িতে কম্পিউটার থাকেনা তারা কি মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবে কিনা এটা আমরা সচরাচর প্রশ্ন করে থাকি। কিন্তু কম্পিউটার, ল্যাপটপের পাশাপাশি আপনি বর্তমানে মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। এজন্য আপনাকে কিছু বিষয় জানার প্রয়োজন পড়বে। উপরের নিয়ম অনুযায়ী সর্বপ্রথমে আপনাকে আপনার স্মার্টফোনের search বাড়ে গিয়ে এই লিংকে ক্লিক করতে হবে। লিংকে ক্লিক করার পর মোবাইল ভার্সন আপনার সামনে শো হবে। এখন আপনি আপনার মোবাইল স্ক্রিনের ডান পাশে উপরে কর্নারে থ্রি ডট একটি অপশন দেখতে পাবেন।
সেখানে ক্লিক করে নিচের দিকে আসলে "Desktop Mode" নামক একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনার মোবাইল স্ক্রিন টি ডেস্কটপ ভার্সনে হয়ে যাবে। অর্থাৎ এরপর থেকে আপনি সকল কাজ কম্পিউটার স্ক্রিনের মতোই দেখতে পাবেন এবং করতে পারবেন। ডেক্সটপ ভার্সনে আসার পর আপনি জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps এর নিয়ম অনুসারে সকল তথ্যগুলো সঠিকভাবে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনি খুব সহজে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই বিষয়টি সম্পূর্ণ করতে পারবেন।
তবে এক্ষেত্রে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করা গেলেও সরাসরি প্রিন্ট আউট হবে না। আপনাকে কোন একটি কম্পিউটারের দোকানে গিয়ে ডাউনলোড এবং সেভকৃত কপিটি প্রিন্ট আউট করে নিতে হবে। আবার আপনি যদি আপনার জন্ম নিবন্ধন কপির স্ক্রিনশট নিয়ে সেটি প্রিন্ট আউট করে নেন সেটিও আপনি যে কোন দপ্তরে দাখিল করতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps
আমরা ইতিমধ্যে ওয়েবসাইট দিয়ে কম্পিউটার এবং ল্যাপটপের মাধ্যমে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। পাশাপাশি মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি সম্পর্কে আমরা ইতিমধ্যে সকল তথ্য পেশ করেছি। আপনি যদি এই আর্টিকেলের উপরের অংশগুলো পড়েন তাহলে এই বিষয়ে তথ্যগুলো খুব সহজেই পেয়ে যাবেন। ওয়েবসাইট ব্যতীত কিছু অ্যাপস রয়েছে।
যেগুলো ইন্সটল করে আপনি শুধুমাত্র বার্থ রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে সকল তথ্য পেয়ে যাবেন। নিচে জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps সম্পর্কিত ৩ টি অ্যাপসের নাম দেয়া হলো যেগুলো আপনি আপনার স্মার্টফোনে ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। ইন্সটল করার পর আপনার সামনে যে হোমপেজ আসবে সেখানে বার্থ রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে আপনার কাঙ্খিত তথ্য গুলো আপনার সামনে চলে আসবে।
শেষের কথা
বন্ধুগণ আমরা আমাদের আর্টিকেলে সবসময়ই তথ্যবহুল বিষয়গুলো ইনপুট করার চেষ্টা করি। আমরা পাঠকদের চাহিদা অনুযায়ী এবং সুবিধা সংবলিত বিষয়গুলো মাথায় রেখে সকল তথ্য বিচার বিশ্লেষণ করে থাকি। সে অনুযায়ী আজকের আর্টিকেলেও আমরা জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার জন্য যে সকল জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps রয়েছে সে সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করেছি। আশা করি আপনারা সকল বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।
যদি বুঝতে না পারেন তাহলে আর্টিকেলটি পুনরায় পড়তে পারেন অথবা আপনার সমস্যাটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আমাদের ওয়েবসাইটে এ সকল তথ্যবহুল আর্টিকেলের পাশাপাশি ফ্রিল্যান্সিং এবং অনলাইন ইনকাম সম্পর্কিত সকল আর্টিকেল পাবলিশ করি। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। যেহেতু আজকের এই আর্টিকেলের বিষয়বস্তু সকলের জন্যই জরুরি এজন্য আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের উপকারের লক্ষ্যে অবশ্যই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url