সার্চ ইঞ্জিন কি এবং সার্চ ইঞ্জিন এর কাজ কি জানুন বিস্তারিত
সার্চ ইঞ্জিন এর কাজ কি এই বিষয়টি তাদের জন্যই বেশি গুরুত্বপূর্ণ হবে যারা বর্তমানে এসইও নিয়ে কাজ করতে চাচ্ছেন। বর্তমানে অনেকেই এসইও নিয়ে কাজ করে সফলতা অর্জন করেছেন। কিন্তু তারাও নতুন অবস্থায় সার্চ ইঞ্জিন এ বিষয়টি জানার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন। আপনি যদি এসইও নিয়ে কাজ করতে চান এবং সার্চ ইঞ্জিন সম্পর্কে জানার ইচ্ছা পোষণ করেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।
আজকে এই আর্টিকেলে সার্চ ইঞ্জিন এর কাজ কি এ বিষয়টি বিস্তারিতভাবে জানানো হবে। পাশাপাশি এই আর্টিকেলে আরো যে সকল বিষয় ইনক্লুড করা হবে সেগুলো হল সার্চ ইঞ্জিন কি এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার হয়ে থাকে সেই সম্পর্কে। সুতরাং সার্চ ইঞ্জিন এর কাজ কি এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে শিখব এ বিষয়গুলো জানার জন্য অবশ্যই আর্টিকেলের শেষ পর্যন্ত থাকুন। কেননা সার্চ ইঞ্জিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে হলে যদি আপনি আর্টিকেলের কোন একটি অংশ স্কিপ করেন তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন না।
পোস্ট সূচীপত্র
সার্চ ইঞ্জিন কি
সার্চ ইঞ্জিন সাধারণত একটি বিশেষ ধরনের কম্পিউটার সফটওয়্যার যা তথ্য খোঁজাখুঁজির জন্য ব্যবহার করা হয়ে থাকে। কম্পিউটার সফটওয়্যার যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) থেকে যে কোন মানুষের সার্চ করা প্রশ্নের উত্তর দিতে সক্ষম। সাধারণত সার্চ ইঞ্জিন রেজাল্ট পৃষ্ঠা আকারে শো করে থাকে, যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ (SERP)। কারো যদি সার্চ ইঞ্জিন থেকে কোন তথ্য সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে কোন নির্দিষ্ট একটি কিওয়ার্ড লিখে সার্চ ব্রাউজারে সার্চ করে থাকে। যে কিওয়ার্ড টি লিখে ব্যবহারকারী সার্চ করবে সেই কিওয়ার্ড রিলেটেড যত ওয়েবসাইট রয়েছে।
সেগুলোকে খুঁজে ইন্টারনেটের মাধ্যমে শো করা এবং তালিকা করার সকল বিষয়বস্তু সার্চ ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়। সার্চ ইঞ্জিন তাদের নির্দিষ্ট একটি এলগরিদম অনুযায়ী ইউজারকে সেরা রেজাল্ট বা তালিকা গুলো প্রদর্শন করে। এর ফলে ব্যবহারকারী তার প্রশ্নের সন্তোষজনক উত্তর খুঁজে পান এবং সার্চ ইঞ্জিন প্লাটফর্মের ওপর তার আস্থা আরও বেড়ে যায়। এর ফলে সাধারণত Google সার্চ ইঞ্জিন সবচেয়ে বেশি জনপ্রিয়। ১৯৪৫ সালে “Vannevar Bush” এর “As We May Think” প্রবন্ধ থেকে সর্বপ্রথম সার্চ ইঞ্জিনের ধারণা আসে।
পরবর্তীতে ১৯৮৬ সালে “Hewlett Packard” নামের একটি প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিন আবিষ্কার করতে সক্ষম হলেও তা সম্পূর্ণভাবে কার্যকরী হয়ে উঠে নি। এরপর ১৯৯০ সালে হাবার্ড ইউনিভার্সিটি'র একজন প্রফেসর “Gerard Salton” নামক একটি কার্যকরী সার্চ ইঞ্জিন আবিষ্কার করে। কিন্তু ১৯৯৫ সালে তিনি মৃত্যুবরণ করেন এর ফলে এই সার্চ ইঞ্জিনটিও সফলতার মুখ দেখতে পারেনি। সার্চ ইঞ্জিন এর কাজ কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জন গবেষণা করে গেছেন। সকল জল্পনা-কল্পনা শেষে ১৯৯৪ সালে সার্চ ইঞ্জিন পূর্ণাঙ্গভাবে প্রকাশ পায় এবং সে বছরই Yahoo সার্চ ইঞ্জিন আবিষ্কৃত হয়।
সার্চ ইঞ্জিন এর উদাহরণ
আপনি যদি সার্চ ইঞ্জিন বিষয়ে দক্ষ হতে পারেন অর্থাৎ এসইও (SEO) এক্সপার্ট হতে পারেন সে ক্ষেত্রে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এজন্য আপনাকে সার্চ ইঞ্জিন কি এবং সার্চ ইঞ্জিন এর কাজ কি এ সম্পর্কে এ টু জেড ধারণা রাখতে হবে। আপনি যদি লক্ষ্য করেন আমরা উপরের অংশে সার্চ ইঞ্জিন সম্পর্কে একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। বিষয়টিকে আরো পরিষ্কারভাবে জানানোর জন্য আমরা সার্চ ইঞ্জিন এর কিছু উদাহরণ উল্লেখ করব।
অনেকে মনে করেন সার্চ ইঞ্জিন হয়তোবা শুধুমাত্র গুগলকে নির্দেশন করা হয়। বিষয়টি আসলে সেটা নয়, বর্তমান সময়ে অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই তথ্য কালেকশন করা সম্ভব। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে সার্চ ইঞ্জিন হিসেবে একমাত্র গুগল সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ব্যবহার হয়ে থাকে। সার্চ ইঞ্জিন এর উদাহরণগুলো নিচে দেওয়া হল।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার
আমাদের যেমন সার্চ ইঞ্জিন কি এবং সার্চ ইঞ্জিন এর কাজ কি এই সম্পর্কে জানতে হবে। তার পাশাপাশি আমাদেরকে সার্চ ইঞ্জিন এর প্রকারভেদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) বা এসইও সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। সেগুলো হলো অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অফ পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং টেকনিক্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একজন এসইও এক্সপার্টকে অবশ্যই সার্চ ইঞ্জিন এর প্রত্যেকটি পার্ট এবং বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়।
এর কারণ হলো সার্চ ইঞ্জিনের একটি বিষয় অন্য আরেকটি বিষয়ের সঙ্গে পরিপূরক। কিন্তু আপনি যদি শুধুমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর প্রকারভেদ অনুযায়ী শুধুমাত্র একটি বিষয় নিয়েও কাজ করেন সে ক্ষেত্রে মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসে অনেক কাজের অর্ডার রয়েছে। ধরুন আপনি যদি শুধুমাত্র ব্যাকলিংক বা অফ পেজ এসইও এর কাজ করতে চান সেক্ষেত্রেও আপনি মার্কেটপ্লেস থেকে কাজের অর্ডার পেয়ে যাবেন।
কিন্তু একজন প্রফেশনাল এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট হতে হলে অবশ্যই তিনটি বিষয়ে ধারণা রাখতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তিন প্রকার হলেও, শুধুমাত্র সার্চ ইঞ্জিন সাধারণত ৫ ধরনের হয়ে থাকে। সার্চ ইঞ্জিন এর ৫ ধরনের বিষয়গুলো নিচে দেয়া হল।
ক্রল ভিত্তিক সার্চ ইঞ্জিনঃ ক্রল ভিত্তিক সার্চ ইঞ্জিন সাধারণত ক্রলার, স্পাইডার বা BOT এর সাহায্যে চলে, যেমন- Ask.com।
ইনডেক্স ভিত্তিক সার্চ ইঞ্জিনঃ এ ধরনের সার্চ ইঞ্জিন নির্দিষ্ট কিছু মানুষ বা একটি দলের দ্বারা পরিচালিত হয়ে থাকে, যেমন- dmoz.org।
হাইব্রিড সার্চ ইঞ্জিনঃ হাইব্রিড সার্চ ইঞ্জিন গুলো ক্রলার ভিত্তিক এবং ম্যানুয়ালি ভাবে পরিচালিত হয়ে থাকে, যেমন- Google, Yahoo, Bing।
মেটা সার্চ ইঞ্জিনঃ যে সকল সার্চ ইঞ্জিনের নিজস্ব কোন ডেটা নেই কিন্তু যখন কিছু অনুসন্ধান করার প্রয়োজন পড়ে তখন তারা Google অথবা Yahoo এর মত সার্চ ইঞ্জিন থেকে ডেটা গুলো সংগ্রহ করে ব্যবহারকারীদের শো করে থাকে, এটি মূলত মেটা সার্চ ইঞ্জিন, যেমন- duckduckgo।
বিশেষ ধরনের সার্চ ইঞ্জিনঃ এ ধরনের সার্চ ইঞ্জিনগুলো সাধারণত বিশেষ ধরনের কাজগুলোকে সম্পাদন এবং অনুসন্ধান করার জন্য তৈরি করা হয়ে থাকে, যেমন- justdial।
সার্চ ইঞ্জিন এর কাজ কি
সার্চ ইঞ্জিনে আমরা যখন কোন একটি বিষয় লিখে সার্চ করি ঠিক তখন সার্চ ইঞ্জিনের রোবটগুলো বিভিন্ন ওয়েবসাইট পরিদর্শন করে এবং ওয়েবসাইটের বিভিন্ন পেজ, পোস্টগুলো খোঁজাখুঁজি করে সঠিক তথ্য সামনে নিয়ে আসে। এই কাজগুলো কয়েক মাইক্রো মিলি সেকেন্ডের মধ্যেই গঠিত হয়ে থাকে। অর্থাৎ কোন একটি কিওয়ার্ড সার্চ বারে লিখে সার্চ অপশনে ক্লিক করলে সঙ্গে সঙ্গেই রেজাল্টগুলো চলে আসে। তাহলে সার্চ ইঞ্জিন এর কাজ কি এই প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি সামনে আসে সেটি হল।
আরোও পড়ুনঃ অন পেজ এসইও কি?-অনপেজ এসইও এর কাজ কি?
তথ্যগুলোকে সঠিকভাবে সংগ্রহ করে দ্রুততার সঙ্গে ব্যবহারকারীর সামনে প্রদর্শন করা। তবে সার্চ ইঞ্জিন কি এবং এর বিষয় সম্পর্কে আমরা যত সহজ ভাবে বললাম ততটাও সহজ ভাবে কার্যক্রম গুলো পরিচালিত হয় না। এর পিছনে রয়েছে অনেক অনেক মেধা এবং পরিশ্রম। পাশাপাশি অনেক জনবল প্রতিনিয়ত তাদের দক্ষতা অনুযায়ী এ ধরনের সার্ভিস প্রোভাইড করে আসছে। চলুন তাহলে এবার সার্চ ইঞ্জিন এর কাজগুলো সম্পর্কে পর্যায়ক্রমে জেনে নেওয়া যাক।
ডিসকভারি (Discovery)
যখন একটি ওয়েবসাইটের মালিক তার ওয়েবসাইটে নতুন একটি পোস্ট বা পেজ পাবলিশ করে তখন সার্চ ইঞ্জিন ক্রলার বা BOT সেই পৃষ্ঠাগুলো সর্ব প্রথমে সার্চ করে। ওয়েবসাইট মালিকপক্ষ তাদের ওয়েবসাইট গুলো সার্চ ইঞ্জিনের ওয়েবমাস্টার তুলে জমা দেয়। যার পরিপেক্ষিতে সার্চ ইঞ্জিন BOT সহজেই ইন্টারনেটের ভিত্তিতে ওয়েবসাইট খুঁজে পায়। গুগলে যেমন সার্চ কনসোল রয়েছে, ঠিক তেমনি বিং এ রয়েছে ওয়েব মাস্টার টুল।
ক্রলিং (Crawling)
সার্চ ইঞ্জিন ক্রলার এই নামটি আমরা একটু আগে শুনেছি বা পরিচিত হয়েছি। এটি মূলত সার্চ ইঞ্জিন এর কাজগুলোর দ্বিতীয় ধাপ। সার্চ ইঞ্জিন ক্রলার ওয়েবসাইট বা ওয়েবপেজ গুলো খুঁজে পাওয়ার পর সেগুলো ক্রল করে। ক্রল এর অর্থ হল হামাগুড়ি দেওয়া। অর্থাৎ সার্চ ইঞ্জিন এর ক্রলাররা অর্থাৎ বটেরা কোন ওয়েবসাইট বা ওয়েবপেজ ক্রল করে বোঝার চেষ্টা করে ওয়েব পৃষ্ঠাটির ওয়েবপেজে কোন তথ্য এবং বিষয়গুলো ইনপুট করা হয়েছে।
পাশাপাশি ওয়েব পেজে কোন বিষয় সম্পর্কে কথা বলা হয়েছে সেটিও জানার চেষ্টা করে। সার্চ ইঞ্জিন এর কাজ কি এই বিষয়টিতে ক্রলিং যে দুই পদ্ধতিতে একটি ওয়েব পেজ ট্রাকিং করতে পারে সেটি নিচে দেওয়া হল।
- ওয়েবপেজে ব্যবহার করা ফোকাস কিওয়ার্ড এর মাধ্যমে।
- ওয়েব পেজে ব্যবহৃত URL, Description, Title, Tag এর মাধ্যমে BOT গুলো সহজেই তথ্য সম্পর্কে অবগত হতে পারে।
ইনডেক্সিং (Indexing)
ইনডেক্সিং এর অর্থ হলো তালিকাভুক্ত করা। সার্চ ইঞ্জিন এর ক্রলাররা ক্রল করার পরে ওয়েবসাইটটির ইনডেক্সিং কার্যক্রম সম্পন্ন করে। টোটাল ওয়েবসাইটটি বোঝার পর ক্রলাররা ওয়েবসাইটটির একটি তালিকা তৈরি করে এবং তাদের মেইন সার্ভারে সেভ করে। প্রধান সার্ভারের সমস্ত ওয়েবসাইট গুলির একটি বিভাগ অনুযায়ী তালিকা প্রদান করা থাকে। অর্থাৎ নিউজের ওয়েবসাইট নিউজ ক্যাটাগরিতে, স্বাস্থ্য সম্পর্কিত ওয়েবসাইট হেলথ ক্যাটাগরিতে, ঠিক একইভাবে স্পোর্টস, টেক সব ওয়েবসাইটগুলোর ক্যাটাগরি অনুযায়ী তালিকাভুক্ত করা হয়।
অ্যালগরিদম অনুযায়ী সার্চ ইঞ্জিন বুঝতে পারবে এমন যেকোনো ওয়েবসাইটকে একই ধরনের বিভাগ প্রদান করা হয়। পাশাপাশি মেটা ট্যাগ ব্যবহার করেও ওয়েবসাইট ভিত্তিক আমরা সার্চ ইঞ্জিনকে উক্ত বিষয়গুলো প্রদর্শন করার নির্দেশ দিতে পারি।
রেংকিং (Ranking)
সার্চ ইঞ্জিন এর কাজ কি এই তালিকাতে সর্বশেষ যে বিষয়টি সেটি হল রেংকিং। সকল কিছু সম্পাদন করার পর সার্চ ইঞ্জিন SERP এ যেকোনো ব্যবহারকারীর প্রশ্ন অনুযায়ী সেরা ফলাফল গুলো প্রদর্শন করতে সক্ষম হবে। যে ওয়েবসাইট গুলোতে সেরা মানের তথ্য থাকে সার্চ ইঞ্জিন সেগুলোকে সবার উপরে রাখে, আর এভাবেই প্রক্রিয়াটি চলমান থাকে। যদিও এই সিস্টেম অনুযায়ী সার্চ ইঞ্জিন পরিচালনা হয়। কিন্তু এরপরেও আর্টিকেল পাবলিশ করার সময় অন পেজ এসইও করার মাধ্যমে সার্চ ইঞ্জিন কে নির্দেশ করা সম্ভব, তার ওয়েবসাইটটি সবার উপরে নিয়ে যাওয়ার বিষয়ে।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে শিখব
আমরা ইতিমধ্যে সার্চ ইঞ্জিন কি এ বিষয়টি সম্পর্কে খুব ভালো একটি ধারণা পেয়েছি। পাশাপাশি সার্চ ইঞ্জিন এর যে সকল কার্যক্রম রয়েছে সে সম্পর্কেও অবগত হয়েছি। এখন প্রশ্ন আসতে পারে সার্চ ইঞ্জিন এর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে শিখতে পারি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) বা এসইও শেখার জন্য অবশ্যই এসইও এর প্রকারভেদ সম্পর্কে এ টু জেড জানতে হবে। তবে আমরা একটু আগে যে সার্চ ইঞ্জিন কত প্রকার সে সম্পর্কে বিস্তারিত জানব না। আমাদেরকে জানতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর প্রকারভেদ সম্পর্কে।
আমরা আর্টিকেলের উপরের অংশে এটাও উল্লেখ করেছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও ৩ ধরনের হয়ে থাকে। আমরা ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে একটি আর্টিকেল পাবলিশ করেছি, যেখানে এসইও কি এবং এসইও এর যে প্রকারভেদ গুলো রয়েছে সেগুলো শেখার বিষয়গুলো উক্ত আর্টিকেলে ইনক্লুড করা আছে সে সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। চলুন তাহলে সার্চ ইঞ্জিন এর কাজ কি জানার পাশাপাশি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে শিখব এই প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়া যাক।
- সর্ব প্রথমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও শিখতে হলে ধৈর্য, পরিশ্রম, সময় এবং অর্থ বিনিয়োগ করতে হবে। যেকোনোর একটি বিষয় যদি কম থাকে তাহলে এ বিষয়ে শেখা সম্ভব নয়।
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রক্রিয়াটি সবসময় আপডেট হতে থাকে। এজন্য অপটিমাইজেশন কার্যপ্রণালী অনুযায়ী নিজেকে ও আপডেটেড রাখা জরুরী।
- কিওয়ার্ড রিসার্চ করা থেকে শুরু করে পেজ ইনডেক্সিং করা সকল বিষয় সম্বন্ধে জানতে হবে। অর্থাৎ অফ পেজ এসইও অন পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও সম্পর্কে এ টু জেড ধারণা রাখতে হবে।
- প্রয়োজন বোধে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে এবং সেখানে নিয়মিত এসইও প্র্যাকটিস করতে হবে।
- অবশ্যই একজন ভালো মানের গাইডার এর আওতায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) বিষয়টি শেখা প্রয়োজন।
- বর্তমান সময়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার পরিপেক্ষিতে যে সকল AI TOOLS বাজারে এসেছে সে সম্পর্কেও ফুল ধারণা রাখতে হবে।
শেষের কথা
বন্ধুগণ আমরা আজকের আর্টিকেলের একদম শেষ পর্যায়ে এসে আশা ব্যক্ত করছি যে আপনারা সার্চ ইঞ্জিন কি এবং সার্চ ইঞ্জিন এর কাজ কি এই সম্পর্কে সঠিক ধারণা গুলো পেয়েছেন। আপনাদের জ্ঞাতার্থে পুনরায় একটি বিষয় উল্লেখ করছি, আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) বা এসইও শিখে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিজেকে এক্সপার্ট লেভেলে তৈরি করতে হবে। এজন্য আপনি একজন ভাল গাইডারের আওতায় কোর্স করতে পারেন।
সেক্ষেত্রে 10 Minute School বা খালিদ ফারহানের Passive Journal এর মত কোর্সগুলো আপনার কাজে আসতে পারে। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য। আপনি যদি ফ্রিল্যান্সিং এবং অনলাইন ইনকাম সম্পর্কিত আর্টিকেল পড়ার ইচ্ছা পোষণ করেন তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। পাশাপাশি আজকের এই বিষয়বস্তু আপনার কাছে কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং পোস্টটি অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url